Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
দোয়ালসাড়া মডেল উচ্চ বিদ্যালয়
Details

বিদ্যালয়টি এলাকার একজন মহৎ বিদ্যানুরাগী জনাব আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ সাহেব বিনামূল্যে ১.৩৩ শতাংশ জমি দান করলে তৎকালীন সেসিপ (সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইমপ্রভূমেন্ট প্রজেক্ট) অধুনা সেডিপ সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভলেপমেন্ট প্রজেক্ট) প্রকল্প এলাকাটিকে আন্ডার  সার্ভড ইউনিয়ন হিসেবে উল্লেখ করে ২০০৪ ইং সালে অত্র বিদ্যালয়টি স্থাপন করে। বিদ্যালয়টি গত ০১/০১/২০০৬ ইং সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক পাঠদানের অনুমতি পায় এবং ০১/০১/২০০৭ ইং সালে বিজ্ঞান বিভাগ সহ একাডেমিক স্বীকৃতি পায়। অত্র প্রতিষ্ঠানটি গত ০১/০৬/২০০৮ ইং সালে এম,পি,ও ভূক্ত হয়। বিদ্যালয়টি ভদ্রাবতী নদীর তীরে অবস্থিত। বিদ্যালয়ের চারপাশে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত ও অপূর্ব বৃক্ষরাজির অপরূপ শোভা বিদ্যালয়টিকে নান্দনিক সৌন্দর্যে পরিপূর্ণ করেছে। দ্বিতল বিশিষ্ট এ বিদ্যালয়টিকে ঘিরে এলাকার মানুষের প্রত্যাশাও অনেক। তাই বিদ্যালয় স্লোগান হিসেবে বলা হয়, ‘‘আমাদের প্রত্যাশা-প্রতিষ্ঠিত সুন্দর আগামীর।’’